মাইলস্টোনে নিহতদের সঠিক তথ্য ও তদন্ত দাবি এনসিপির


বিমান বিধ্বস্তের পর উদ্ভূত পরিস্থিতিতে সরকার আরও মানবিক ও দায়িত্বশীল আচরণ করতে পারত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২২ জুলাই) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “বিপর্যয়ের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার থেকে আমরা আরও মানবিক ও দায়িত্বশীল ভূমিকা আশা করেছিলাম। কিন্তু যেভাবে সবকিছু পরিচালিত হয়েছে, তাতে দায়িত্বহীনতা স্পষ্ট। বিশেষ করে শিক্ষা উপদেষ্টার দিক থেকে সমন্বয়ের অভাব ছিল। রাত ৩টা পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত হয়নি, এমনকি জরুরি সময়ে উপদেষ্টারা একে অপরকে ফোনেও পাননি। এমন সমন্বয়হীনতায় পরিস্থিতি খারাপ হওয়াটাই স্বাভাবিক।”
তিনি আরও বলেন, “মাইলস্টোন শিক্ষার্থীদের ছয় দফা দাবির প্রতি আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি। তাদের প্রতিটি দাবি যৌক্তিক এবং তা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া উচিত।”
ঘটনায় নিহত শিক্ষক-শিক্ষার্থীদের মরদেহ ‘গুম’ সংক্রান্ত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “গত রাত থেকেই এ ধরনের অভিযোগ উঠে এসেছে। সরকার চাইলে স্কুল কর্তৃপক্ষের সহায়তায় জানাতে পারত—ঘটনার সময় কতজন শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন, কতজন মারা গেছেন, কে নিখোঁজ আছেন ইত্যাদি। সময় অনুযায়ী তথ্য আপডেট করলে জনমনে বিভ্রান্তি ছড়াত না।”
তিনি সঠিক তথ্য প্রকাশের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, “তথ্য নিয়ে নানা বিভ্রান্তি ছড়িয়েছে, এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। সরকারের কাছে যতটুকু সত্য তথ্য আছে, সেটি দ্রুত ও স্বচ্ছভাবে প্রকাশ করা জরুরি। তাহলে গুজব ছড়াতো না।”
নাহিদ ইসলাম পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, “উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হোক, যেখানে সরকারি প্রতিনিধির পাশাপাশি বেসরকারি বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষের সদস্যরাও থাকবেন।”
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় নেতা তাসনিম জারা ও অন্যান্য নেতৃবৃন্দ।