শনিবার, ১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুর হাজী মইধর আলী ইউনাইটেড ন্যাশনস ক্লাব এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে এান সামগ্রী বিতরন

মোহাম্মদপুর হাজী মইধর আলী ইউনাইটেড ন্যাশনস ক্লাব এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে এান সামগ্রী বিতরন
২৭৯ Views

লাকসাম উপজেলার ৫নং গোবিন্দপুর ইউনিয়নে মোহাম্মদপুর হাজী মইধর আলী ইউনাইটেড ন্যাশনস ক্লাব এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে এান সামগ্রী বিতরন করা হয়। প্রথম ধাপে তারা ৮০ পেকেট শুকনা খাবার বিতরন করেন। প্রতিটি পেকেটে মুড়ি, চিড়া, গুড় ওরস্যালাইন ছিল। দ্বিতীয় ধাপে ১৫০ পেকেট এান বিতরন করা হয়। এমান্বয়ে এলাকার বন্যার্ত মানুষের মাঝে তাদের এান সামগ্রী বিতরন অব্যাহত থাকবে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।

Share This