লাকসাম-আশিরপাড়-মনোহরগঞ্জ সড়কে ধীরগতিতে কাজ চলায় যাতায়াতে ভোগান্তির শিকার এলাকাবাসী
কুদরত উল্যাহ॥ কুমিল্লা জেলার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার মনোহরগঞ্জ-আশিরপাড়- লাকসাম সড়কের বেহাল দশার কারণে যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের মনোহরগঞ্জ থেকে খানাতুয়া- আশিরপাড় পর্যন্ত বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় মরণফাঁদে পরিণত হয়েছে। পুনঃনির্মাণ কাজের টেন্ডার হলেও এ অংশের কাজে ধীরগতি হওয়ায় সহসা দূর্ভোগ কমছেনা এলাকাবাসীর।
জানা গেছে, লাকসাম এবং মনোহরগঞ্জ ২ উপজেলার আন্ত সীমান্তবর্তী অঞ্চলের মৈশাতুয়া, বাইশগাঁও-হাসনাবাদসহ বিভিন্ন ইউনিয়নের মানুষের যাতায়াতে সড়কটি গুরুত্বপূর্ণ। এ সড়কে প্রতিদিন যাত্রীবাহী মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেল, রিক্সা, বাইসাইকেল এবং মালামাল বহনকারী ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার বিপুল সংখ্যক মানুষ এ সড়ক দিয়ে মনোহরগঞ্জ থেকে লাকসাম হয়ে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়া-আসা করে। দীর্ঘদিন থেকে জনগুরুত্বপূর্ণ এ সড়কের বেহাল দশা বিরাজ করছে। সড়কের মনোহরগঞ্জ-আশিরপাড় পর্যন্ত পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। এতে মাঝে-মধ্যে যানবাহনকে দুর্ঘটনার কবলে পড়তে হয়।
সূত্রে জানা যায়, মনোহরগঞ্জ-লাকসাম সড়কটির দৈর্ঘ্য সাড়ে ১০ কিলোমিটার। এর মধ্যে আশিরপাড় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রোডস্ এন্ড হাইওয়ের অধীনে পুনঃনির্মাণ করা হবে। মনোহরগঞ্জ-আশিরপাড়-লাকসাম পর্যন্ত অবশিষ্ট সাড়ে ১০ কিলোমিটার এলজিইডির অধীনে টেন্ডার হয়েছে। এতে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯ কোটি টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইয়েদ আলী বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর কাজটি পুনঃনির্মাণের দায়িত্ব পেয়েছে। সড়কটি বর্তমানে ১২ ফুট ফাঁকা থাকলেও নতুন টেন্ডারে তা ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়কের আওতাধীন আশীরপাড় ৮ সিসি ঢালাই করা হবে। পুকুর ও বেড়ি এলাকায় প্রটেকশন ওয়াল নির্মাণ করা হবে। সড়কে থাকা বেশ কয়েকটি কালভার্ট ৪০ ফুট প্রশস্ত করা হবে। দ্রুততম সময়ের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ করতে বলা হয়েছে। প্যাকেজ আকারে সড়কটির পুনঃনির্মাণ কাজ চলছে। তবে সড়কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনোহরগঞ্জ-আশিরপাড়- লাকসাম পর্যন্ত সড়কের পুনঃনির্মাণ কাজ শুরু না হওয়ায় ওই এলাকার মানুষের দূর্ভোগ দিনদিন বেড়ে চলেছে। অগ্রাধিকার ভিত্তিতে এ অংশের কাজ দ্রুত শুরু করার জোর দাবি জানান এলাকাবাসী। জনসাধারণ মধ্যে কয়েকজন জানান, মনোহরগঞ্জ-আশিরপাড় অংশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকার মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর দূর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ঠিকাদার দ্রুততম সময়ের মধ্যে এ অংশের কাজ শুরু করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাইয়েদ আলী ইঞ্জিনিয়ারিং কর্মরত একজন সাইট ইঞ্জিনিয়ার গৌতম মন্ডল সাংবাদিকদের বলেন, মনোহরগঞ্জ-আশিরপাড়-লাকসাম সড়কের টেন্ডার পাওয়ার পরপরই গত ১৭/০৬/২০২৪ইং থেকে সড়কটির পুনঃনির্মাণ কাজ শুরু করেছি। ঝুঁকিপূর্ণ এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে পুনঃনির্মাণ করার চেষ্টা করবো। নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কটির কাজ শেষ করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান।
এ বিষয়ে জানতে চাইলে মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম বলেন, মনোহরগঞ্জ-আশিরপাড়-লাকসাম টেন্ডার হয়েছে। ইতোমধ্যে পুনঃনির্মাণ কাজ শুরু হয়েছে। নতুন টেন্ডারে সড়কটি আরো আধুনিকায়ন করা হবে। মনোহরগঞ্জ-আশিরপাড় এলাকা ঝুঁকিপূর্ণ এলাকা। দ্রুততম কাজ শুরুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।