বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহরাস্তিতে দেলোয়ার হোসেন মিয়াজী  স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শাহরাস্তিতে দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১৬ Views

            ফিরোজ বেপারী\ শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম দেলোয়ার হোসেন মিয়াজী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গত ১০ই নভেম্বর বিকেলে উপজেলা সদর প্রেসক্লাব সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্যদিয়ে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে সাংবাদিক ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মরহুম দেলোয়ার হোসেন মিয়াজীর ছেলে আমিমূল এহছান হৃদয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুবদলের সাবেক সভাপতি তাজুল ইসলাম সুমন, বিশিষ্ট ব্যবসায়ী সামছুল আলম, সোহেল রানা, রাশেদুল করিম, ছাত্রনেতা মাজহারুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টুর্নামেন্টের উপদেষ্টা পরিষদের সদস্য মনির হোসেন মিন্টু,  সফিউল্লাহ মিয়াজী, গাজী মোঃ ইউনুছ, সফি উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী শাহদাত হোসেন রাজু। টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন শাহরাস্তি উপজেলার বিশিষ্ট ক্রীড়া অনুরাগী জাহিদ হাসান দিপু। অনুষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল বাশার।

            বিকেল ৪টায় উদ্বোধনী খেলায় অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব ও পাথৈ ফাইভ স্টার ক্লাব একে অপরের মুখোমুখি হয়। এতে পাথৈ ফাইভ স্টার ক্লাব ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। উক্ত উদ্বোধনী খেলায় হাজার হাজার দর্শক উপস্থিত হয়।

Share This

COMMENTS