শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনাইমুড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেয়ার কথা বলে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা

Views

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর সোনাইমুড়িতে সমাজসেবা অফিসের কর্মকর্তার নাম ভাঙিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছে একটি প্রতারক চক্র। এ বিষয়ে জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) আবুল কাশেম নোয়াখালী জেলা পুলিশ সুপার বরাবর চিঠি দিয়েছেন। অভিযোগে জানা যায়, জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা হিসেবে নগদ ৩ হাজার টাকা ও অন্যান্য সামগ্রী দেয়ার কথা বলে একটি প্রতারক চক্র বিভিন্ন উপজেলার বাসিন্দাদের মোবাইল ফোনে কল করে প্রথমে নিজেকে আবুল কাশেম পরিচয় দেন। পরে প্রতারক চক্র প্রলোভন দেখিয়ে বিকাশের মাধ্যমে বিভিন্ন অঙ্কের টাকা নিয়ে নম্বর বন্ধ করে দেয়। ভুক্তভোগী সোনাইমুড়ী উপজেলার ২নং নদনা ইউনিয়নের গজারিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ই¯্রাফিল বলেন, গত ৩রা আগস্ট একটি নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে সমাজসেবা কর্মকর্তা আবুল কাশেম পরিচয় দেয়া হয়। পরে অন্যপ্রান্ত থেকে বলা হয়, প্রতি ওয়ার্ডের বিএনপির ক্ষতিগ্রস্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১০ জনকে ৩ হাজার টাকা ও খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া আরো ৩০ জনকে দেয়া হবে শুধু খাদ্য সহায়তা। প্রতি প্যাকেটের বিনিময়ে বিকাশে ৫৩০ টাকা দিতে হবে। কথামতো তিনি ৬ হাজার টাকা দেয়ার পর উপজেলা গুদাম থেকে ত্রাণসামগ্রী সংগ্রহ করতে বলা হয়। তিনি যথাসময়ে উপজেলায় পৌঁছলেও মিলেনি কাঙ্খিত ত্রাণের প্যাকেট। এভাবে বজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমানের কাছ থেকে হাতিয়ে নেয়া ১০ হাজার টাকা।

এ বিষয়ে মুঠোফোনে কথা হলে জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) আবুল কাশেম বলেন, কবিরহাট, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, সেনবাগসহ বিভিন্ন উপজেলায় এই প্রতারক চক্র আমার নাম বলে বিকাশে টাকা হাতিয়ে নেয়ার কথা অবগত হওয়ার পরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করার পর কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারকে চিঠি দেয়া হয়েছে।

Share This

COMMENTS