বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হজের নিবন্ধন শেষ হচ্ছে ১২ই অক্টোবর

হজের নিবন্ধন শেষ  হচ্ছে ১২ই অক্টোবর
১৫০ Views

            ষ্টাফ রিপোর্টার\ আগামী বছর হজে যেতে প্রাথমিক নিবন্ধন করতে হবে আগামী ১২ই অক্টোবরের মধ্যে। সৌদি সরকারের নিবন্ধনের সময়সীমা অনুযায়ী এ সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বার্তা বাংলাদেশের মোবাইল ফোন ব্যবহারকারী মুসলিম নাগরিকদের কাছে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, হজ ২০২৬-এর সরকারি ও বেসরকারি মাধ্যমের প্রাথমিক নিবন্ধন গত ২৭শে জুলাই থেকে শুরু হয়েছে, যা আগামী ১২ই অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

Share This