রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিসেম্বর মাসে কুমিল্লায় ৯টি খুন এবং সড়ক দূর্ঘটনায় ২২ জনের প্রাণহানি

ডিসেম্বর মাসে কুমিল্লায় ৯টি খুন এবং  সড়ক দূর্ঘটনায় ২২ জনের প্রাণহানি
২০ Views

            নিজস্ব প্রতিনিধি\ ২০২৫ সালের ডিসেম্বর মাসে কুমিল্লায় ৯টি খুনের ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ১৭টি এবং ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ১১টি। ওই মাসে অপমৃত্যুর ৫১টি মামলাসহ জেলার সবকটি থানায় মোট ৪১৬টি মামলা দায়ের হয়েছে। এছাড়াও গত মাসে জেলার বিভিন্ন মহাসড়কে ১৮টি সড়ক দুর্ঘটনায় ২২ জনের মৃত্যু ও ৩ জন আহত হয়েছে বলেও তথ্য দেয়া হয়।

            গত রোববার (১১ই জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভার কার্যপত্র বিবরণী থেকে এসব তথ্য জানা গেছে।

            কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা বাহিনীর জেলা পর্যায়ে শীর্ষ কর্মকর্তা, বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, সেবাপ্রদানকারী অধিদপ্তর ও দপ্তরসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।

            আগামী মাসে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও বাহিনীকে সচেষ্ট থাকার নির্দেশনা নিয়ে সভায় আলোচনা করা হয়।             এছাড়াও জনগুরুত্বপূর্ণ সড়ক- মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে হাইওয়ে পুলিশ ও সড়ক ও জনপদ বিভাগের ব্যবস্থাপনা, নগরীতে অটো রিক্সা নিয়ন্ত্রণ, মশক নিধনে সিটি কর্পোরেশনের কার্যক্রম ত্বরান্বিত করা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে চুরি ডাকাতি প্রতিরোধে পুলিশি প্রতিরোধ ব্যবস্থা সচেষ্ট করা, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা, কেন্দ্র অনুযায়ী আনসার সদস্য মোতায়ন পরিসংখ্যান এবং সীমান্তে বিজিবি সতর্কতাসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

            জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংশ্লিষ্ট সকল সংস্থা বাহিনী ও দপ্তরসমূহকে সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে। একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন।

Share This