শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামের দোখাইয়া দক্ষিন চাঁদপুরে বসতবাড়ীতে হামলা-ভাঙ্চুর, মালামাল লুটপাট ও প্রাননাশের হুমকির অভিযোগ

লাকসামের দোখাইয়া দক্ষিন চাঁদপুরে বসতবাড়ীতে হামলা-ভাঙ্চুর, মালামাল লুটপাট ও প্রাননাশের হুমকির অভিযোগ

৭৯ Views

সংবাদদাতাঃ লাকসাম উপজেলার দোখাইয়া গ্রামে জায়গা জমির বিরোধের জের ধরে বসতবাড়ীতে হামলা ভাঙ্গচুর, টাকা ছিনতাই, স্বর্নালংকার লুটপাট, প্রানে মেরে ফেলার হুমকির এক অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে একই গ্রামের ছিদ্দিকুর রহমান, পিতামৃতঃ নূর মিয়া, আবু তাহের ও সোহেল, উভয় পিতামৃতঃ খায়রুল বাশারসহ অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে লাকসাম থানায় এবং বাংলাদেশ সেনাবাহিনী লাকসাম এলাকার কমান্ডিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন, ভুক্তভোগী নাদিরা আরেফিন, স্বামী: আবদুল আলিম, সাং দোখাইয়া, দক্ষিন চাঁদপুর, লাকসাম।

অভিযোগে তিনি উল্লেখ করেন যে, বিগত ২০শে সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় উল্লেখিত আসামীগন অজ্ঞাতনামা আরো ৭/৮ জন নিয়ে বাদীর বসত ঘরে প্রবেশ করে তার ছেলে নাজমুলকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। বাদী তার ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও শ্বাসরোধে হত্যার চেষ্টা করলে ছেলের সহায়তার সে কোনমতে প্রানে বেঁচে যায়। এ সময় আসামীরা তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্নের চেইন, ছেলের পকেটে থাকা ২০ হাজার টাকা, ঘরের দরজা, জানালা ভেঙ্গে দেড় লাখ টাকার মালামাল লুট করে নিযে যায়। ঘটনার এখানেই শেষ নয়; বিবাদীগন বাদীর বাগানের প্রায় ২ লাখ টাকার গাছ তুলে ক্ষতি সাধন এবং বসত ঘরে আগুন লাগিয়ে দেয়।
এমতাবস্থায় সৃষ্ট ঘটনার উপযুক্ত বিচার এবং স্বামী-সন্তানাদী নিয়ে নিরাপদে বসবাসের জন্য বাদী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Share This