হজের সর্বনিম্ন খরচ ৪ লাখ ৭৮ হাজার টাকা
ষ্টাফ রিপোর্টার\ ১৪৪৬ হিজরী (২০২৫) হজের দু’টি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত সাশ্রয়ী সাধারণ প্যাকেজ-১ অনুযায়ী খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।
এবার হজ প্যাকেজের সর্বনি¤œ মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হলেও এর সাথে সউদীতে খাবারের ৪০ হাজার টাকা এবং কোরবানির সাড়ে ৭ হাজার সউদী রিয়াল সাথে নিয়ে যেতে হবে। দ্বিতীয় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। এর সাথেও খাবারের ৪০ হাজার টাকা এবং কোরবানির সাড়ে ৭ হাজার রিয়াল সাথে নিতে হবে। গত বুধবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ প্যাকেজ ঘোষণাকালে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন প্রেস ব্রিফিংয়ে এতথ্য জানান। প্রেস ব্রিফিংয়ে বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
আগামী ৩০শে নভেম্বরের মধ্যে হজযাত্রী নিববন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। এবার হজযাত্রী নিববন্ধনের সময়সীমা আর বাড়ানো হবে না বলেও প্রেস ব্রিফিংয়ে জোর দিয়ে উল্লেখ করা হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৯শে ফেব্রæয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। আগামী ২৯শে এপ্রিল হজযাত্রীদের প্রথম হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ১০ হাজার সরকারি ব্যবস্থাপনায় আর বাকি সব বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন। এ পর্যন্ত ৯ হাজার ২৬৯জন হজযাত্রী নিববন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। প্রাক-নিববন্ধন করেছেন ৭৫ হাজার জন। বেসরকারি হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের সাথে চুক্তি করতে হবে। কেউ চুক্তি অনুযায়ী হাজীদের সেবা দিতে ব্যর্থ হলে দায়ী এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উল্লেখ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন ধর্ম সচিব আব্দুল হামিদ জমাদ্দার, অতিরিক্ত সচিব (হজ) মো.মতিউল ইসলাম, কাউন্সেল হজ জহিরুল ইসলাম।
গত বছর হজে সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৮৭ হাজার ৩৮৭ টাকা খরচ হয়েছিল। বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। এবার বিশেষ প্যাকেজ থাকছে না। এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি দু’টি প্যাকেজেই প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ কমপক্ষে ৪০ হাজার টাকার সমপরিমাণ সউদী রিয়াল এবং কোরবানি বাবদ ৭৫০ সউদী রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, একই সঙ্গে দু’টি প্যাকেজে অ্যাটাচ বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন ব্যবস্থা থাকবে। ‘দুই প্যাকেজে মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হবে। ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডের ব্যবস্থা করা হবে বলেন ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন। তিনি জানান, মক্কার হোটেল বা বাড়ি থেকে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুজদালিফা-মিনা ট্রেনযোগে যাতায়াত করতে হবে দুই প্যাকেজের হজ যাত্রীদের। ধর্ম উপদেষ্টা বলেন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনায় বাড়ি বা হাটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।
ধর্ম উপদেষ্টা বলেন, মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে তিন কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরিফ যাতায়াতে বাসের ব্যবস্থা করা হবে। মদিনায় মসজিদে নববি থেকে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন হবে। প্যাকেজ-২ এর অন্যান্য সুযোগ-সুবিধা তুলে ধরে উপদেষ্টা বলেন, মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন হবে। মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে। ধর্ম বিষয়ক উপদেষ্টা বলেন, মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে তিন কিলোমিটারের মধ্যে বেসরকারি হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা করতে হবে। হারাম শরিফ যাতায়াতে বাস ব্যবস্থা করতে হবে। আগামী বছর হজে যেতে গত ১লা সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হচ্ছে। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। হাবের কর্তৃত্ব দখল নিয়ে দু’গ্রæপের মাঝে লড়াই চলছে এতে সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় বিরুপ প্রতিক্রিয়া দেখা দেবে কী না এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন। এক প্রশ্নেব জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, গত বছরের চেয়ে হজযাত্রীদের বিমান ভাড়া ২৭ হাজার টাকা কমিয়েছে বিমান কর্তৃপক্ষ। ২০২৪ সালের তুলনায় সাধারণ হজ প্যাকেজ-১ এর মূল্য ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা হ্রাস পেয়েছে বলেও ধর্ম উপদেষ্টা উল্লেখ করেন। ধর্ম মন্ত্রণালয়ে পতিত ফ্যাসিবাদী হাসিনার কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে এমন প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন বলেন, পতিত সরকারের পুরো সেটাব বদলালে কাজ করবো কাদের নিয়ে ?