শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের স্বাস্থ্য সেবা ব্যাহত!

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের স্বাস্থ্য সেবা ব্যাহত!

Views

            কুদরত উল্যাহ\ কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যা বিশিষ্ট হলেও কার্যক্রম চলছে ৩১ শয্যার জনবল দিয়ে। এমনটাই জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজালুর রহমান। উপজেলাটি ১১টি ইউনিয়ন নিয়ে  গঠিত হওয়ায় উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে জরুরী বিভাগ এবং নিয়মিত স্বাস্থ্য সেবা নিতে আসেন মফস্বল এলাকার সাধারন  জনগণ। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত আয়ের  মাননুষের চিকিৎসা সেবার ভরসার একমাত্র কেন্দ্রস্থল মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটিতে বর্তমানে শিশু বিভাগে শিশু বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় ভোগান্তিতে  পড়ছে নবজাতকসহ শিশু-কিশোরদের।

            খোঁজ নিয়ে জানা গেছে, শিশু বিভাগে রোগী দেখতেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আরিফুল ইসলাম। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হওয়ায় বর্তমানে এই বিভাগে কোন ডাক্তারই সাধারণত রোগী দেখেন না। তাই এ  অঞ্চলের মানুষের দাবী দ্রæত একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোহরগঞ্জে পদায়ন করা।

            এ সমস্যা উত্তরণে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  কর্মকর্তা ডাক্তার আফজালুর রহমান বলেন,

আমরা একাধিকবার  চিঠির মাধ্যমে জানিয়েছি আমাদের এখানে শিশু বিভাগে বর্তমানে কোন ডাক্তার নেই। মেডিসিন বিভাগের চিকিৎসকগণই বর্তমানে  শিশু বিভাগের রোগী দেখছেন। বিষয়টি কুমিল্লা জেলার সিভিল সার্জন এবং স্বাস্থ্য অধিদপ্তরের একজন সচিবকেও  জানিয়েছি। আশা করি খুব শীঘ্রই মনোহরগঞ্জে একজন শিশু ডাক্তার পদায়ন হবে এবং শিশু রোগীরা উপযুক্ত সেবা পাবে।

Share This

COMMENTS