বরুড়ায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার বরুড়ায় আমড়াতলী মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৯ই নভেম্বর) আমড়াতলী সি.আলী উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের অংশ গ্রহণে সকাল ১০টায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এতে প্রাথমিকে ৪র্থ ও ৫ম শ্রেনি এবং মাধ্যমিকে ৮ম ও দশম মিলে ১৭৩০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদিন বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের প্রাথমিকে ট্যালেন্টপুল বৃত্তি ৪১ জন সাধারণ গ্রেডে ৬০ জন মোট ১০১ জন, মাধ্যমিকে ৮ম ও দশম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তি ৩০ জন সাধারণ গ্রেডে ৪০ জনসহ মোট ৭০ জন বৃত্তি লাভ করে। এছাড়াও অংশ গ্রহণকারী প্রতিটি বিদ্যালয় থেকে ১জন করে বৃত্তি প্রদান করা হয়।
বিকাল ৩টায় মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আবু সায়েমের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা -৮ বরুড়া আসনের সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন।
বিশেষ অতিথি ছিলেন, শাহেরবানু ও আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক আবদুল হক, বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট খাইরুল এনাম তৌফিক, সহ-সভাপতি কায়সার আলম সেলিম, বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আবুল হোসেন, বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, আমড়াতলী চেরাগ আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শাহ আলম বাবুল।
আমড়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলেমান হোসেন, আবদুল হান্নান, জামসেদ হায়দার রিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিলীপ চন্দ্র ঘোষ। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিসহ সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মরহুম আবু তাহের স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সনদ পত্রসহ অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে একটি করে আম গাছের চারা বিতরণ করা হয়।