শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ডাকাতির ঘটনায় চট্টগ্রাম থেকে ৫ ডাকাত  গ্রেফতার

নাঙ্গলকোটে ডাকাতির ঘটনায় চট্টগ্রাম থেকে ৫ ডাকাত  গ্রেফতার
৩৭০ Views

            তাজুল ইসলাম\ কুমিল্লার নাঙ্গলকোটে গত বুধবার মধ্যরাতে ডাকাতির ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় গত রোববার রাতে মালামালসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির শংকরপুর তালতলা বাজার জামে মসজিদ এলাকার নাসিমা আক্তার পাখির বসতঘরের টিন কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে ঘরে থাকা লোকদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল, টেলিভিশন ইত্যাদি নিয়ে যায়। এই ঘটনায় ভোক্তভুগী পরিবার থানায় মামলার করার পর পুলিশের এসআই ওবায়দুল হক ও সঙ্গীয়দল ডাকাতদের গ্রেফতার করে এবং ডাকাতদের দেয়া তথ্যমতে ডাকাতিকৃত মালামাল উদ্ধার করা হয়।

            গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আদ্রা ইউপির শাকতলী গ্রামের ওসমান গণীর ছেলে আবু বকর (৫০), জোড্ডা পশ্চিম ইউপির নোয়াপাড়া গ্রামের লেদু মিয়ার ছেলে বাবুল (৪৫), আদ্রা ইউপির ভোলাইন গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহিন, জোড্ডা পূর্ব ইউপির পানকরা গ্রামের মোকছেদের ছেলে রাকিব, বটতলী ইউপির জিনিয়ারা গ্রামের মফিজুর রহমানের ছেলে মোস্তফা (২৮)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে।

            নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, গ্রেফতারকৃত আসামিদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।

Share This