শনিবার, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না: প্রধান উপদেষ্টা

এ বছর সরকারি খরচে কাউকে হজে  পাঠানো হবে না: প্রধান উপদেষ্টা
২০৯ Views

            ষ্টাফ রিপোর্টার\ এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নতুন হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। তাতে হজের ব্যয় ১ লাখ টাকারও বেশি কমিয়ে আনা হয়েছে।

            গত রোববার (১৭ই নভেম্বর) তার সরকারের প্রথম ১০০ দিন উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকালে তিনি এ কথা বলেন। ভাষণে তিনি তার সরকারের উন্নয়নমুখী বিভিন্ন কার্যক্রমের তথ্য পত্র তুলে ধরেন।

            চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ই জুন পবিত্র হজ পালিত হবে। এবার বাংলাদেশ থেকে পবিত্র হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জনকে নেয়ার পরিকল্পনা আছে। বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

            চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য দু’টি প্যাকেজ রয়েছে। এর মধ্যে সাধারণ হজ প্যাকেজ-১-এর জন্য খরচ ধরা হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, যা চলতি বছরের চেয়ে ১ লাখ ৯ হাজার ১৪৫ টাকা কম। আর প্যাকেজ ২-এর জন্য খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা, যা চলতি বছরের চেয়ে ১১ হাজার ৭০৭ টাকা কম।

            অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে এবার খরচ ধরা হয়েছে ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা, যা চলতি বছরের চেয়ে ১ লাখ ৬ হাজার ৬৪৪ টাকা কম।

Share This

COMMENTS