পুলিশ হোক জনবান্ধব সম্পাদকীয়


বিগত সরকার পতনের পর পুলিশকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফ্যাসিবাদ টিকিয়ে রাখার যন্ত্র হিসাবে পরিচিতি পাওয়া এই বাহিনীকে তার হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনার জন্য রীতিমতো সংগ্রাম করতে হচ্ছে। বলাই বাহুল্য, সাধারণ মানুষ পুলিশ বাহিনীকে প্রভাবমুক্ত ও পেশাদার হিসাবে দেখতে চাইলেও বরাবরই রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাধরদের চাপ তা হতে দেয়নি। ৩ দিনব্যাপী পুলিশ সপ্তাহের অনুষ্ঠানের শেষদিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব বিষয়ই উঠে আসে। সেখানে নানা শ্রেণিপেশার মানুষ এ বাহিনী সম্পর্কে বলেছেন, পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনগণের সত্যিকারের বন্ধুতে রূপান্তর ঘটাতে হবে। এজন্য পুলিশ সংস্কারের এখনই উপযুক্ত সময়।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শকও বলেছেন, ‘জনতার পুলিশ’ মানে শুধু একটি পরিচয় নয়, এটি একটি দর্শন, যা নিরাপত্তার সঙ্গে সঙ্গে জনমনে আস্থা, শ্রদ্ধা ও সম্মান গড়ে তোলে। সমাজের বিশিষ্টজনরা বিগত সরকারের আমলে পুলিশের কর্মকান্ড সম্পর্কে বলেছেন, রাষ্ট্র যখন নিপীড়ক হয়ে ওঠে, তখন পুলিশকে জনতার পুলিশ হতে দেয় না। কাজেই পুলিশকে জনতার পুলিশ হতে হলে কতগুলো বিষয় তাদের মাথায় রাখতে হবে। ন্যায় বা অন্যায় দেখার মতো বুদ্ধিমত্তা তাদের থাকতে হবে।
দুঃখজনক হলেও সত্য, পুলিশ বাহিনী সম্পর্কে সাধারণ মানুষের অভিযোগের অন্ত নেই। আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজ থেকে অপরাধ নির্মূলের লক্ষ্যে দায়িত্ব পালন করার কথা থাকলেও অনেক সময় পুলিশের কতিপয় সদস্যকেই নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তে দেখেছি আমরা। বিপদে-আপদে যেখানে মানুষের সবচেয়ে বেশি নির্ভর করার কথা পুলিশের ওপর, সেখানে দেখা যায় অনেক ক্ষেত্রে এর বিপরীতটাই ঘটে।
পুলিশকে সত্যিকার অর্থে জনবান্ধব করতে হলে তাদের মানসিকতা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। একইসঙ্গে এ বাহিনীর ওপর রাজনৈতিক হস্তক্ষেপও বন্ধ করা প্রয়োজন। এ জন্য রাজনৈতিক নেতৃত্বের উচিত পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া। এটা সত্য যে, পুলিশ বাহিনীর নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা ও সমস্যার সমাধানও তাই জরুরি। পুলিশ সংস্কার কমিশনকে এসব বিষয় মাথায় রেখেই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। আমরা চাই, পুলিশ যথার্থই জনগণের বন্ধু হয়ে উঠুক। সরকার ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা এবং পুলিশ বাহিনীর সদস্যদের আন্তরিকতা, নিষ্ঠা ও সততার মধ্য দিয়ে তা সম্ভব হতে পারে বলে আমরা মনে করি।