বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

জুনে ৩৬৩ নারী ও শিশু সহিংসতার শিকার: এমএসএফ

জুনে ৩৬৩ নারী ও শিশু সহিংসতার শিকার: এমএসএফ
১৪ Views

            ষ্টাফ রিপোর্টার\ দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা বেড়েছে। জুন মাসে নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে ৩৬৩ জন। গত সোমবার (৩০শে জুন) মানবাধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

            প্রতিবেদনে বলা হয়, নারী ও শিশুদের প্রতি সহিংসতারোধে দেশে কঠোর আইন থাকা সত্তে¡ও অপরাধ দমন ও নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর এবং দৃশ্যমান ভূমিকা দেখা যাচ্ছে না। ফলে নারী ও শিশুদের নিরাপত্তাহীনতা প্রকট আকার ধারণ করেছে। এমএসএফের জুন মাসের ‘মানবাধিকার পরিস্থিতি মনিটরিং’ প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

            প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন মাসে ৩৬৩টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে। এ মাসে ধর্ষণের ঘটনা ৬৩টি, দলবদ্ধ ধর্ষণ ১৭টি, ধর্ষণ ও হত্যা চারটি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৭ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।

            এ মাসে মোট ৯২ জন শিশু, কিশোরী ও নারী হত্যাকান্ডের শিকার হয়েছে। তাদের মধ্যে ৫৫ জন শিশু ও কিশোরী রয়েছে।

            প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা শিক্ষাঙ্গনে, বাসে, ট্রেনে, অটোবাইকে এমনকি নিজের ঘরে ধর্ষণের শিকার হচ্ছেন, যা কখনোই কাম্য হতে পারে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ দায়িত্ব পালন না করার কারণে নারী ও শিশুদের প্রতি সহিংসতা ধারাবাহিকভাবে ঘটেই চলেছে; যা নাগরিক জীবনে অন্যতম প্রধান উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে।

            এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, জুন মাসে কারা হেফাজতে নারীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। এ মাসে রাজনৈতিক সহিংসতার ৪৫টি ঘটনার শিকার হয়েছে ৪৩৮ জন। তাদের মধ্যে আটজন নিহত ও ৪৩০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ এবং নিহত ব্যক্তিদের মধ্যে বিএনপির অন্তর্দ্বন্ধে একজন বৃদ্ধসহ ছয়জন, আওয়ামী লীগের আঘাতে বিএনপির একজন, বিএনপি-জামায়াত সংঘর্ষে জামায়াতের একজন নিহত হয়েছেন।

            জুন মাসে ৩২ জন সাংবাদিক দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি, নির্যাতনের শিকার হয়েছেন। এ মাসে সাইবার সুরক্ষা আইন/অধ্যাদেশে চারটি মামলা হয়েছে।

            মামলাগুলোর মধ্যে তিনটি মামলা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ, আপত্তিকর, মিথ্যা ও বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগে, আর একটি মামলা ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে করা হয়েছে। চারটি মামলায় গ্রেপ্তার হয়েছে মোট ৭ জন। এ মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে মোট ৪৯ জন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। এমএসএফের পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে অন্তত ৪১টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে ১০ জন নিহত ও ৪৭ জন গুরুতরভাবে আহত হয়েছে। এমএসএফের প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে বিভিন্ন পর্যায়ে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের সাতটি ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে রয়েছে চারটি মন্দির ভাঙচুর, দেবী প্রতিমা বিবস্ত্রকরণ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা। অপর তিনটি ঘটনায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে চারজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।    সীমান্তে সহিংসতা সম্পর্কে এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে, জুন মাসে সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে দু’জন নিহত এবং ভারত সীমান্তবর্তী এলাকায় তিনটি মরদেহ পাওয়া যায়।

            অপর দিকে মিয়ানমারের সীমান্তবর্তী বান্দরবানের নাই্যংছড়ি সীমান্তে আরাকান আর্মির মাইন বিস্ফোরণে পাঁচ দিনে চারজনের পা বিচ্ছিন্ন হওয়ার ফলে সীমান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা উৎকণ্ঠা ও আতঙ্কের মধ্যে জীবন যাপন করছেন।

Share This