রবিবার, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ
৫২ Views

স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উত্থাপিত চারটি আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে।

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান।

এর আগে, গত ১ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় এ-সংক্রান্ত চারটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠায়। উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর সেগুলো লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সম্মতির মাধ্যমে গেজেট আকারে প্রকাশ করা হবে।

এই সিদ্ধান্তের ফলে রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনে আর আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন দিতে পারবে না। নির্বাচনে সব প্রার্থীই হবেন নির্দলীয় বা স্বতন্ত্র প্রার্থী।

উল্লেখ্য, ২০১৫ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের প্রবর্তন করা হয়েছিল। তবে এরপর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞরা এ ব্যবস্থার বিরোধিতা করে আসছিলেন। অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনও দলীয় প্রতীক বাতিলের সুপারিশ করেছিল।

বিশ্লেষকদের মতে, দলীয় প্রতীক বাদ দিলে রাজনৈতিক দলের বাইরে থাকা অনেক যোগ্য নাগরিক স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে উৎসাহিত হবেন।

জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের আমলেই স্থানীয় সরকার নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপি যদিও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে অনুচিত মনে করছে, তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ কয়েকটি দল এই নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়ে আসছে।

এরই মধ্যে সরকার স্থানীয় সরকার কাঠামোর চারটি আইনের সংশ্লিষ্ট ধারায় দলীয় প্রতীক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।

Share This