শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ঘোষণার ৮ বছরেও নির্মাণ হয়নি ২টি সেতু

নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ঘোষণার ৮  বছরেও নির্মাণ হয়নি ২টি সেতু
৪৪৮ Views

            মোঃ আকতারুজ্জামান\ নাঙ্গলকোটে ঝুঁকিপূর্ণ ঘোষণার ৮ বছর পরও পুরোনো দু’টি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এই অঞ্চলের ২০ গ্রামের কয়েক হাজার মানুষকে সেতু দু’টি দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালের দিকে ডাকাতিয়া নদীর সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা ও সাতবাড়িয়া এলাকায় সেতু দু’টি নির্মিত হয়। যানবাহন চলাচলের কারণে ধীরে ধীরে সেতুগুলো দুর্বল হয়ে যায়। তাই স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সেতু দু’টিকে ২০১৫ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর পাড়ঘেঁষা ঢালুয়া ইউনিয়নের চৌকুড়ী বাজার থেকে সাতবাড়িয়া ইউনিয়ন বাজার পর্যন্ত সড়কের ২ কিলোমিটারের মধ্যে দু’টি সেতু ও একটি কালভার্ট রয়েছে। ২০১৫ সালে সেতু দু’টিকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে। কিন্তু নতুন সেতু নির্মাণ না হওয়ায় সাতবাড়িয়া, বক্সগঞ্জ ও ঢালুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু পারাপার হচ্ছে। সাতবাড়িয়া সেতুর মধ্যে তৈরি হওয়া গর্তে কাঠের তক্তা বসিয়ে মানুষ চলাচল করছে। এদিক নাইয়ারা সেতুর মধ্যে তক্তা ও গাছের গুঁড়ি বসিয়ে চলাচল করছে মানুষ। এলাকাবাসীর আশঙ্কা, যেকোনো মুহূর্তে সেতু দু’টি ধসে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় সেকান্দর মিয়া বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে সাতবাড়িয়া সেতুটির মাঝখানে বিশালাকৃতির কয়েকটি গর্ত সৃষ্টি হয়েছে। সেই গর্তে কাঠের তক্তা বসিয়ে মানুষ চলাচল করছে। সেই সঙ্গে ভেঙে গেছে পশ্চিম পাশের রেলিংও। এতে বড় যান চলাচল বন্ধ। আবার সেতুটির বিভিন্ন অংশে ভেতরের রড বেরিয়ে গেছে। অপর সেতুটির অবস্থাও ভালো নয়।

ঢালুয়া গ্রামের বৃদ্ধ আলী হায়দার বলেন, নাঙ্গলকোট উপজেলার দক্ষিণাঞ্চলের ডাকাতিয়া নদীর পাড়ঘেঁষা ঢালুয়া ও সাতবাড়িয়া ইউনিয়নের মানুষের যাতায়াতের জন্য এই সেতু দু’টি গুরুত্বপূর্ণ। এই সড়কের সাতবাড়িয়া বাজার থেকে চৌকুড়ী বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা। এর মধ্যে চৌকুড়ী-নাইয়ারা ও সাতবাড়িয়া এলাকায় সেতু নির্মাণ করা হয়। এতে এখানকার গ্রামগুলোর কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য ছোট যানবাহন দিয়ে হাটবাজারে নেয়া সহজ হয়। কিন্তু সেতু দুটির অবস্থা খারাপ হওয়ায় ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাঁদের। নাইয়ারা সেতুর কিছুটা অংশ ভেঙে গেছে। কাঠের তক্তা ও গাছের গুঁড়ি ফেলে চলাচল করছে মানুষ।

সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কবির মজুমদার টুটুল বলেন, এই জনপদের জন্য সেতু দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়কের মধ্যে দু’টি সেতু ও একটি কালভার্ট রয়েছে। এখান দিয়ে সাতবাড়িয়া, বক্সগঞ্জ ও ঢালুয়া ইউনিয়নের ২০ গ্রামের হাজারো মানুষ চলাচল করে। দীর্ঘদিন ধরে সেতু দু’টি ও কালভার্টটি ভেঙে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্তমানে ভারী যান চলাচল বন্ধ রয়েছে।

নাঙ্গলকোট উপজেলা এলজিইডির প্রকৌশলী আল মামুন বলেন, সেতু দু’টি নির্মাণে অর্থ বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ পেলে নতুন সেতু নির্মাণ করা হবে। -সৌজন্যেঃ আজকের পত্রিকা

Share This