শাহরাস্তিতে পিআই ম্যাটস অ্যান্ড আইএইচটির নবীনবরণ


নিজস্ব প্রতিনিধি\ চাঁদপুরের শাহরাস্তিতে পিপলস ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (পিআই ম্যাটস আইএইচটি) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় উপজেলার ঠাকুরবাজারে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আলোচনা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ুুন রশীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, চাঁদপুর-৫ আসনের এমপি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম।
মো. আসাদুজ্জামান ভূঁইয়া সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম আবু ইউসুফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহ মিরান, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পিআই ম্যাটস অ্যান্ড আইএইচটির প্রতিষ্ঠাতা রাজউকের পরিচালক উপ-সচিব মোহাম্মদ সামসুল হক।