বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আবারো চেয়ারম্যান হলেন ইউনূছ ভূঁইয়া

আবারো চেয়ারম্যান হলেন ইউনূছ ভূঁইয়া

৫৮ Views

ষ্টাফ রিপোর্টারঃ কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ইউনূছ ভূঁইয়া আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তিনবার চেয়ারম্যান হলেন। গতকাল বুধবার (৮ই মে) উপজেলা নির্বাচনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। এ উপজেলায় ৩ জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন। মো. ইউনূছ ভূঁইয়া আনারস প্রতীকৈ ৮৩ হাজার ৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শম্ভু সাহা ‘কাপ-পিরচ’ প্রতীকে ৭ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। অপর প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র (রব) বিকাশ চন্দ্র সাহা দোয়াত-কলম প্রতীকে ৬ হাজার ২৩০ ভোট পেয়েছেন।

এ ছাড়া, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহব্বত আলী তালা প্রতীকে ৯০ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোহাম্মদ আলমগীর হোসেন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪০৮ ভোট। মহব্বত আলীও টানা ৩ বার ভাইস চেয়ারম্যন হলেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পড়শী সাহা পদ্মফুল প্রতীকে ৮৪ হাজার ৪৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মিতা সাহা প্রজাপতি প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৫৮৮ ভোট।
এবার এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৩৩ হাজার ৭৭ জন। একটি পৌরসভা এবং ৮টি ইউনিয়নে মোট ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০১৪ ও ২০১৯ সালে মো. ইউনূছ ভূঁইয়া চেয়ারম্যান ও মহব্বত আলী ভাইস চেয়ারম্যান এবং ২০১৯ সালে পড়শী সাহা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Share This