বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে মক্কা থেকে বের করে দেয়া হয়েছে

কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে  মক্কা থেকে বের করে দেয়া হয়েছে
১১৮ Views

            ষ্টাফ রিপোর্টার\ সৌদি আরব চলতি হজ মৌসুমে নিয়ম-কানুনের ব্যাপক কড়াকড়ি এ্যাকশন শুরু করেছেন। এর অংশ হিসেবে গত শনিবার পর্যন্ত কয়েক লাখ অনিবন্ধিত হজযাত্রীকে মক্কা শহর থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিভিন্ন মিডিয়া খবর দিয়েছেন।

            আসলে প্রতিবছরই বার্ষিক হজ অনুষ্ঠানে জনসমাগম ব্যবস্থাপনাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করে থাকেন সৌদি কর্তৃপক্ষ। হজ পালন ইসলামের পাঁচটি প্রধান স্তম্ভের মধ্যে একটি। অফিশিয়াল তথ্য অনুযায়ী, গত বছর ১৮ লাখের বেশি মানুষ হজ পালন করেছিলেন।

            সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে গত রবিবার (৯ই জুন) আল-অ্যারাবিয়া জানিয়েছে, পবিত্র মক্কা নগরী থেকে যাদের বের করে দেয়া হয়েছে- তাঁদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৯৯৮ জনই ছিলেন বিদেশি। তাঁরা ভ্রমণ ভিসায় সৌদি আরবে প্রবেশ করেছিলেন এবং হজ পালনের জন্য তাঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্রও ছিল না। পাশাপাশি হজের অনুমতি ছাড়াই সৌদি আরবের অন্যান্য শহর থেকে মক্কায় আসা ১ লাখ ৭১ হাজার ৫৮৭ জনকেও মক্কা থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

            উল্লেখ্য, আগামী ১৪ই জুন শুক্রবার সৌদি আরবের মক্কায় পবিত্র হজ পালন শুরু হবে। সব মুসলিমের জন্যই জীবনে অন্তত: একবার হজ পালন আবশ্যক। সে মোতাবেক কমপক্ষে ৪ দিন ধরে মক্কা এবং এর আশপাশের অঞ্চলে হজের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়ে থাকে। এসব অনুষ্ঠানে অনেকেই অবৈধ উপায়ে অংশগ্রহণের চেষ্টা করছেন।

            ওদিকে, গত শনিবার পর্যন্ত ১৩ লাখেরও বেশি নিবন্ধিত হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে মক্কার স্থানীয় প্রশাসন এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছেন।

Share This

COMMENTS