রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির ৭৮১ জনের ফলাফল পরিবর্তন

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির  ৭৮১ জনের ফলাফল পরিবর্তন
১৮১ Views

            ষ্টাফ রিপোর্টার\ এবারের এসএসসি পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে কুমিল্লা শিক্ষাবোর্ডে ৭৮১ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ই জুন) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ পরিবর্তিত ফলাফল প্রকাশিত হয়।

            কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, ২০২৪ সনের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩০৮৯৮ জন শিক্ষার্থী ৭৫০৮৫ উত্তরপত্র পুন:নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ ৫ পেয়েছে, ২০৪ জন ফেল থেকে পাশ এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়েছে।

            কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো: নিজামুল করিম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাচাই শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

Share This

COMMENTS