দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার অসামান্য অর্জন
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে লাকসাম উপজেলায় কয়েকটি পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান যে, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে লাকসাম উপজেলার ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা), শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (মাদ্রাসা) অধ্যক্ষ মোঃ আবদুল হান্নান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক (মাদ্রাসা) ড. মোঃ আমিনুল ইসলাম, শ্রেষ্ঠ ছাত্র (মাদ্রাসা) মোঃ মাজেদুল ইসলাম, ‘ঘ’ গ্রæপ (ক্বিরাত) প্রথম স্থান মাসুম বিল্লাহ, ‘ঘ’ গ্রæপ (বাংলা রচনা) প্রথম স্থান মোঃ মাজেদুল ইসলাম, ‘ঘ’ গ্রæপ (কবিতা আবৃত্তি) প্রথম স্থান শাহাদাত হোসেন, ‘ঘ’ গ্রæপ (ইংরেজী বক্তব্য) প্রথম স্থান মাসুম বিল্লাহ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, দক্ষিন কুমিল্লার মাদ্রাসা শিক্ষার্থীদের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসাটি ১৯৩৫ খ্রিঃ স্থাপিত হয়। প্রতিষ্ঠাকালীন প্রথম অধ্যক্ষ ছিলেন, আলহাজ মাওলানা আবদুল মজিদ র.। বর্তমানে মাদ্রাসাটিতে প্রায় ৩ হাজার ছাত্র-ছাত্রী বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত। ঐতিহ্যবাহী এ মাদ্রাসায় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৯ জন। গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তাবারক উল্লাহ কায়েস। সুনামধন্য এ দ্বীনি প্রতিষ্ঠানের অসংখ্য কৃতী শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সততা ও দক্ষতার সাথে নানা পেশায় নিয়োজিত রয়েছেন।
মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে অষ্টম দায়িত্ব পালনকারী বর্তমান অধ্যক্ষ এমফিল ডিগ্রিধারী আবদুল হান্নান (এম.এম.এমএফ. এম.এ ফাস্ট ক্লাস) ২০২৪ সালের পহেলা ফেব্রæয়ারী যোগদান করেন। ইতিপূর্বে তিনি নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকারা ইউনিয়নের গোমকোট গ্রামের মাওলানা মোহাম্মদ হানিফ ও হাজেরা খাতুনের সুযোগ্য সন্তান আবদুল হান্নান এক প্রতিক্রিয়ায় মাদ্রাসার এ অসামান্য অর্জনে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করেছেন। পাশাপাশি উপজেলা প্রশাসন, মাদ্রাসা গভর্নিং বডিসহ সকলের নিকট কৃতজ্ঞতা জানিয়ে মাদ্রাসার উত্তরোত্তর সফলতার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। -বিজ্ঞপ্তি