সোমবার, ১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

৬৭ Views

ষ্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদেরকে শপথ পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথবাক্য পাঠ করান তিনি। প্রথমে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। এরপর ৬১ জন স্বতন্ত্র সংসদ সদস্য ও পরে জাতীয় পার্টির ১১ জন সংসদ সদস্য শপথ নেন। ওয়ার্কার্স পার্টি ও জাসদের দুই এমপি আওয়ামী লীগের সঙ্গে এবং কল্যাণ পার্টির একজন সংসদ সদস্য স্বতন্ত্রদের সঙ্গে শপথ গ্রহণ করেন। সর্বশেষ উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী স্পিকারের দপ্তরে শপথগ্রহণ করেন স্বতন্ত্র সংসদ সদস্য আওলাদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম। শপথগ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন করেন সংসদ সদস্যরা। এরপর তারা অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন। গত মঙ্গলবার নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের সাংবিধানিক বাধ্য-বাধকতা রয়েছে। শপথগ্রহণের ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আবারো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা চতুর্থবার সংসদ নেতা নির্বাচিত হলেন। এছাড়া দ্বিতীয়বারের মতো সংসদ উপনেতা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। শপথ শেষে সংসদ ভবনে সরকারি দলের সভাকে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সর্বসস্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে আবারো আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সভায় দ্বাদশ সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও চীফ হুইপের বিষয়েও আলোচনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ সংসদের একই পদে নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী সংসদ অধিবেশনের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার পদে নির্বাচন হবে।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, এ নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র অব্যাহত আছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তবে এসব ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সংসদ সদস্যদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপনারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। জনগণের প্রতি যে দায়িত্বে রয়েছে, তা সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যেকের নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে সম্পৃক্ততা রেখে কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখে চলমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে হবে।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা ২২২টি আসনে বিজয়ী হয়েছে। সংসদীয় দলের সভার আগে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।

Share This