বুধবার, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নাঙ্গলকোটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
২৭৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী রফিককে (৬০) আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গত ১৭ই নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত এর নেতৃত্বে উপজেলার ঢালুয়া গ্রাম থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুজিব, নাঙ্গলকোট থানার সাব ইন্সপেক্টর সমরসহ যৌথ বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হওয়ার কথা জানান নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল হক। তিনি আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর কথা জানান।

Share This