শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে ড্রেজারের গর্তে  পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

নাঙ্গলকোটে ড্রেজারের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটের ডাকাতিয়া নদীর সাতেমলিয়া নামকস্থানে ফুটবল খেলে গোসল করতে গিয়ে ড্রেজারের গর্তে পড়ে তানবির ইসলাম লিমন (১১) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবোর (৪ঠা জুন) দুপুর একটারদিকে উপজেলার রাযকোট দক্ষিণ ইউনিয়নের ডাকাতিয়া নদী সংলগ্ন নগরিপাড়া সাতেমলিয়া নামকস্থানে ঘটনাটি ঘটেছে। লিমন নগরীপাড়া গ্রামের মুনাফের ছেলে। লিমন উপজেলার মৌকরা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। লিমনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

            জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নগরিপাড়া গ্রামের মুনাফের ছেলে লিমনসহ একই গ্রামের আরো ৭/৮জন ছেলেসহ ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় ফুটবল খেলেন । ফুটবল খেলার এক পর্যায়ে তারা সাতেমলিয়া নামকস্থানে গোসল করতে গিয়ে লিমন ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকৃত একটি বড় ধরণের গর্তে তলিয়ে যেতে থাকে। এসময় তার সাথে থাকা একই গ্রামের হিন্দু জেলে বাবলুর ছেলে শুভ লিমনকে বাঁচানোর চেষ্টা করে। পরে লিমনের সহপাঠিদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে সাতেমলিয়ায় নেমে ড্রেজারের গর্ত থেকে লিমনকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

            নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, ঘটনাটি আমার জানা নেই।

Share This

COMMENTS