বৃহস্পতিবার, ৩১শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে বাগান থেকে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নাঙ্গলকোটে বাগান থেকে  বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার
৪৬৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে গলায় ফাঁস দেয়া অবস্থায় গাছের সাথে ঝুলন্ত অর্ধগলিত বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খাজু মিয়া (৫৫) উপজেলার মৌকরা ইউপির কালেম গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

            জানা গেছে, গত শনিবার উপজেলার কালেম গ্রামের কালেম দীঘির উত্তর পাড়ে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে বাগানে প্রবেশ করলে গাছের সাথে ঝুলন্ত অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সাথে থাকা মানিব্যাগ থেকে ন্যাশনাল আইডি কার্ড পেয়ে পরিচয় শনাক্ত করে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে, দীর্ঘদিন আগে ফাঁস দেয়া হয়েছে।

            নিহতের ভাই খলিলুর রহমান বলেন, খাজু মিয়া প্রায় ৩০ বছর যাবত পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। তিনি পেশায় একজন সিএনজি চালক। এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি বুঝতেছি না।

            নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share This