শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে চাঁদ দেখা গেছে ১৭ই জুন ঈদুল আজহা

বাংলাদেশে চাঁদ দেখা গেছে ১৭ই জুন ঈদুল আজহা
১৯০ Views

বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এতে করে আগামী ১৭ই জুন সোমবার দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। উল্লেখ্য, ৭ই জুন (শুক্রবার) বায়তুল মোকাররমের ইসলামি ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রাতে এ কথা জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

মন্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যায় রংপুর বিভাগের পীরগাছায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামী ১৭ই জুন সারাদেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। তবে এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী শুক্রবার আরবি বর্ষপঞ্জিকার ১২তম এ মাসের প্রথম দিন হিসেবে গণ্য হবে।

এই হিসেবে আগামী ১৫ই জুন মধ্যপ্রাচ্যের এই আরব দেশটিতে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর পরদিন ১৬ই জুন সে দেশে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা।

Share This