শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটের দিন ইন্টারনেটের গতি  থাকবে ফুল স্পিডে : ইসি সচিব

ভোটের দিন ইন্টারনেটের গতি থাকবে ফুল স্পিডে : ইসি সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সব কটি অপারেটরের ইন্টারনেট ফুল স্পিডে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম।

সোমবার ১লা জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ সংবাদ সম্মেলন হয়।

কতগুলো ভোটকেন্দ্র মোবাইল নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হয়েছে এমন প্রশ্নের উত্তর তিনি বলেন, আমাদের যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সঙ্গেই কথা হয়েছে। সব কটিই ফুল স্পিডে চালু থাকবে।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি অ্যাপের মাধ্যমেও নির্বাচনের দিন যাবতীয় তথ্য-উপাত্ত পাওয়া যাবে। অ্যাপটি এরই মধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে।

এ ছাড়া ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

এ সময় উপস্থিত ছিলেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম সচিব আবদুল বাতেন, এনআইডির মহাপরিচালক একেএম হুমায়ুন কবির।

Share This

COMMENTS