রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে হাঁট-বাজারে চাঁদাবাজি বন্ধে উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীদের তদারকি

Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে খাজনা আদায়ের নামে হাঁট-বাজারে চাঁদাবাজি বন্ধ, ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্যের উর্ধবগতিসহ বিভিন্ন বিষয়ে শৃঙ্খলা ফেরাতে যৌথভাবে মনিটরিংয়ে নেমেছেন উপজেলা প্রশাসন ও শিক্ষার্থীরা। গত সোমবার সকালে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজারে এ অভিযান চালাতে দেখা গেছে তাদের। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, কাঁচা বাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয়। ব্যবসায়ীদের কাউকে চাঁদা না দেয়া ও কারো কাছ থেকে অনৈতিক সুবিধা না নেয়ার আহবান জানানো হয়। পাশাপাশি যে কোন ধরনের হয়রানি থেকে বাঁচতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা নেয়ার পরামর্শ দেন তারা। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং করে রাখার বিষয়েও চালকদের সতর্ক করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির, উপ-পরিদর্শক (এসআই) তাপস চন্দ্র মিত্র, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর পক্ষে ঢাবি শিক্ষার্থী মো. আরিফুর রহমান, হারুনুর রশিদ, আরিফুল ইসলাম, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান উল্ল্যা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাইমুর রহমান, ইয়াসিন আরাফাত প্রমুখ।

Share This

COMMENTS