শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী গ্রেপ্তার

লাকসামে জামায়াতের আমিরসহ ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টারঃ লাকসামে একটি মাদরাসায় গোপন বৈঠককালে উপজেলা জামায়াতের আমীরসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। গত শুক্রবার সকালে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের বাকই গ্রামে ‘জামিয়াতুস সুন্নাহ তাহফীজুল কোরআন মাদরাসা’ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- লাকসাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর উপজেলার আজগরা ইউনিয়নের শুখতলা গ্রামের মৃত সেরাজুল হকের ছেলে মো. জহিরুল ইসলাম (৫৮), কান্দিরপাড় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর চেঙ্গাচাল গ্রামের মৃত আবদুল আলীর ছেলে আবু হানিফ (৩৭), একই ইউনিয়নের জামায়াতে ইসলামীর সহ.সাধারণ সম্পাদক হামিরাবাগ গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মো. ওমর ফারুক (৩২), একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সাতবাড়ীয়া গ্রামের মো. মোখলেছুর রহমানের ছেলে মো. আবুল হাশেম (৫২), জামায়াতে ইসলামীর কর্মী হামিরাবাগ গ্রামের মৃত আরব আলীর ছেলে বজলুর রহমান (৭০), সালেপুর গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে আবু তাহের (৬৬), বাকড্ডা গ্রামের মৃত মোখলেছুর রহমানের ছেলে মো. নজরুল ইসলাম (৩৮), রনচৌ গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে আবদুল মমিন (৫৩), কেমতলী নোয়াপাড়া গ্রামের আবদুল কাদেরের ছেলে নুরে আলম (৩০) এবং একই গ্রামের নুর ইসলামের ছেলে বেলাল হোসেন (৪০)।
পুলিশ এ সময় তাদের কাছ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক বেশ কিছু বই পুস্তুক, লিফলেটসহ বিভিন্ন কাগজপত্র এবং ১০৭টি লাঠি জব্দ করেন। লাকসাম থানা পুলিশ সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কতিপয় নেতাকর্মী একত্রিত হয়ে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের বাকই গ্রামে জামিয়াতুস সুন্নাহ তাহফীজুল কোরআন মাদরাসায় গোপন বৈঠকের মাধ্যমে ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনার জন্য পরিকল্পনা করছিল। এ সময় সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মাহফুজ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত কওে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লাকসাম থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ এর ১৯৭৪ইং ধারায় মামলা দায়ের করা হয়েছে। ওইদিনই কুমিল্লার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Share This