রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

লাকসামে ট্রিপল মার্ডার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লাকসামে ট্রিপল মার্ডার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার লাকসামে ডাকাতি ও ট্রিপল মার্ডার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে পুলিশ গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃত আসামির নাম সহিদ উল্যাহ সহিদ (৪৫)। তিনি উপজেলার শ্রীয়াং গ্রামের দক্ষিণ পাড়ার ইয়াকুব আলীর ছেলে।

            গত বুধবার (১৫ই নভেম্বর) গ্রেপ্তারকৃত আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

            লাকসাম থানা পুলিশ জানিয়েছে, ১৪ই নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে (ওসি তদন্ত) টমাস বড়–য়ার নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার শ্রীয়াং এলাকা থেকে পলাতক আসামি সহিদ উল্যাহ সহিদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, প্রায় ১৭ বছর আগে ২০০৭ সালের ৬ই জানুয়ারি রাতে উপজেলার শ্রীয়াং ও  রাজাপুর বাজারের কাঁচামাল ব্যবসায়ী মনিন্দ দেবনাথের ছেলে উত্তম দেবনাথ ও পরীক্ষিত দেবনাথ এবং পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে বাচ্চু মিয়া দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলেন। তারা বদির পুকুর পাড় এলাকায় এসে পৌঁছালে সহিদ উল্যাহ ওরফে সহিদসহ আরো কয়েকজন মিলে ডাকাতির উদ্দেশে তাদের গতিরোধ করে সঙ্গে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এসময় ডাকাতদের বাধা দিলে ওই ৩ ব্যবসায়ীকে মাঠে নিয়ে চাপাতি ও ছোরা দিয়ে গলা কেটে নিমর্মভাবে হত্যা করে। ডাকাতদল আগে থেকেই পুকুর পাড় সংলগ্ন একটি জঙ্গলে লুকিয়ে ছিল।

            ওই ঘটনায় পান ব্যবসায়ী সামছুল হকের ছেলে নিহত বাচ্চু মিয়ার ভাই মো. কবির হোসেন বাদী হয়ে পরদিন ৭ই জানুয়ারি ডাকাতি ও হত্যাকান্ডের ঘটনায় লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন।

            চলতি বছর কুমিল্লার বিজ্ঞ আদালত আসামি সহিদ উল্যাহ সহিদসহ দায়ীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডসহ বিভিন্ন মেয়াদে সাজার রায় দেন। ঘটনার পর থেকেই সহিদ উল্যাহ সহিদ পলাতক ছিলেন।

            এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মাহফুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share This