বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

সাত কলেজ আর থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে

সাত কলেজ আর থাকছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে
১২৩ Views

ঢাকার সাতটি বড় সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন আর থাকছে না। এসব কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথক্‌করণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজের শিক্ষার্থীরা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হবে না।

আজ সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্যের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে এক লিখিত বক্তব্যে ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ এ তথ্য জানান।

বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ

১. সাত কলেজের সম্মানজনক পৃথক্‌করণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২. পূর্বঘোষিত পরিকল্পনার এক বছর আগেই, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সাত কলেজের শিক্ষার্থীদের ঢাবির অধীনে ভর্তি না করার সিদ্ধান্ত কার্যকর হবে।
৩. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী, ২৯ ডিসেম্বর ২০২৪ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে পরবর্তী কার্যক্রম পরিচালনার সুপারিশ করা হয়েছে।
৪. আসনসংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ অন্যান্য বিষয়ে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
৫. বর্তমানে ঢাবির অধীনে থাকা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব ঢাবি প্রশাসন পালন করবে।

সংবাদ সম্মেলনে উপাচার্যের সঙ্গে সহ–উপাচার্য মামুন আহমেদ ও সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সাইফুদ্দিন আহমেদসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

অতীতের প্রেক্ষাপট

প্রায় আট বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি বড় সরকারি কলেজ ঢাবির অধিভুক্ত হয়। তবে এই অধিভুক্তির পর সমস্যাগুলো সমাধানের বদলে আরও জটিল হয়েছে। শিক্ষাবিষয়ক জটিলতার পাশাপাশি ঢাবি কর্তৃপক্ষের অবহেলা এবং ইগো প্রবলেমের কারণে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে।

শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করে আসছেন। তবে তাঁরা স্পষ্ট জানিয়েছেন, তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরতে চান না।

সংবাদ সম্মেলনে উপাচার্য কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বক্তব্য শেষ করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে চলে যান।

Share This