হজ ফ্লাইট শুরু ১৮ই এপ্রিল


ষ্টাফ রিপোর্টার\ চলতি বছরের পবিত্র হজের ফ্লাইট আগামী ১৮ই এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। গত রোববার ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এই চূড়ান্ত তারিখ জানানো হয়েছে। তবে এবারের যাত্রায় হজযাত্রী ও এজেন্সিগুলোর জন্য বেশ কিছু নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এদিকে হজযাত্রীদের টিকা নেয়ার আগে ১১ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এগুলো হলো- ইউরিন আর/এম/ই, র্যান্ডম বøাড সুগার (আরবিএস), এক্স-রে চেস্ট (পি/এ ভিউ) রিপোর্ট, ইসিজি, সিরাম ক্রিয়েটিনিন, কমপ্লিট বøাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর) এবং বøাড গ্রæপিং ও আরএইচ টাইপিং।
গত ৬ই জানুয়ারি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা এসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের হজে অংশগ্রহণে ইচ্ছুক হজযাত্রীদের টিকা গ্রহণের পূর্বশর্ত হিসেবে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষাগুলো আগামী ২৫শে জানুয়ারির মধ্যে সম্পন্ন করতে হবে। এসব পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতেই হজযাত্রীরা টিকা নিতে পারবেন। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট ও ই-হেলথ প্রোফাইলের কপি টিকাকেন্দ্রে জমা দিয়ে টিকা নিতে হবে।
টিকা সম্পন্ন হওয়ার পর হজযাত্রীদের স্বাস্থ্য সনদ দেয়া হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬শে মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে নিবন্ধিত সাড়ে ৭৮ হাজার হজযাত্রী হজ পালনের সুযোগ পাবেন।
