মনোহরগঞ্জে ৪২ হাজারের বেশি নতুন ভোটার

নিজস্ব প্রতিনিধি\ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন (২৫৭) কুমিল্লা-৯ নির্বাচনি এলাকার মনোহরগঞ্জে বেড়েছে প্রায় ৪২ হাজারের বেশি ভোটার। নিবন্ধনকৃত এসব ভোটারের অধিকাংশই তরুণ। তাছাড়া তথ্য সংগ্রহকারীর ভুলে নির্বাচন অফিসে মৃতের তালিকায় থাকা ওই এলাকার অর্ধশতাধিক ভোটার এবারের হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে খুশি।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬০৯ জন। এদের মধ্যে ১ লাখ ১০ হাজার ৭৫৭ জন পুরুষ ও ১ লাখ ২ হাজার ৮৫২ জন নারী। গত জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) এ আসনে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৭১ হাজার ২৭৫। গত পাঁচ বছরে ক্রমানুসারে ২ দফা হালনাগাদে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৪২ হাজার ৩৩৪ জন। এ তালিকায় ৫ হাজার ৬২৭ জন মৃত ভোটারকে বাদ দেয়া হয়েছে। এ কার্যক্রমে ২ হাজার ২৭৯ জন স্থানান্তরিত ও মৃতের তালিকায় থাকা অর্ধশতাধিক ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিকে এবারের হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে খুশি এ এলাকার অর্ধশতাধিক ভোটার, যাদের ২০১৭ ও ২০১৯ সালে তথ্য সংগ্রহকারীদের ভুলে ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। জীবিত থেকেও ভোটার তালিকায় তারা ছিল মৃত। এবারের হালনাগাদ তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজির হোসেন মিয়া প্রায় ৪২ হাজার ৩৩৪ জন নতুন ভোটার উপজেলার ৬০টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের বিষয়টি নিশ্চিত করেন।
ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহকারীদের অনিচ্ছাকৃত ভুলের কারণে অর্ধশতাধিক ভোটার মৃত হিসেবে তালিকাভুক্ত হওয়ার সত্যতা স্বীকার করে বলেন, এবার হালনাগাদকৃত নতুন তালিকায় তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এসব ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।