শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা

৭ই জানুয়ারি সারা দেশে  সাধারণ ছুটি ঘোষণা
৫৫১ Views

            ষ্টাফ রিপোর্টার\ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৭ই জানুয়ারি সারা দেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব সোনিয়া হাসানের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক এই ছুটি ঘোষণা করা হয় বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। আগামী ৭ই জানুয়ারি সারা দেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

Share This