শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

লাকসামে সংবাদকর্মীদের সাথে স্থানীয় সরকার মন্ত্রী’র মতবিনিময় সভা

লাকসামে সংবাদকর্মীদের সাথে স্থানীয় সরকার মন্ত্রী’র মতবিনিময় সভা
৫২৫ Views

ষ্টাফ রিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির উন্নয়নের সারথি এবং জাতির বিবেক। সাংবাদিকদের লেখনি শক্তি অনেক বেশি। জ্ঞান গরিমা ও দক্ষতার দিক থেকেও সাংবাদিকরা এগিয়ে আছে। সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করে। তাই সাংবাদিকদের সঠিক তথ্য প্রচারে আরো সচেষ্ট থাকতে হবে। আপনাদের সঠিক তথ্য প্রচারের মাধ্যমে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি বলেন, সংবাদকর্মীরা জীবনের ঝুকি নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। দেশের অগ্রযাত্রায় সাংবাদিকদের ভূমিকাও অপরিসীম। সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে তিনি লাকসাম পৌরসভা ভবনে লাকসাম প্রেসক্লাবের জন্য একটি স্থায়ী অফিস বরাদ্ধের ব্যাপারে পৌর মেয়রকে দায়িত্ব প্রদান করেন।
গত বুধবার (৩রা জানুয়ারি) সকালে লাকসাম পৌরসভার মো: তাজুল ইসলাম কনফারেন্স হল রুমে লাকসাম প্রেসক্লাবসহ সকল সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথাগুলো বলেন। লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরার সঞ্চালনায় মতবিনিময় উপস্থিত ছিলেন, লাকসাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক উপজেলা প্রতিনিধি আবদুল কুদ্দুছ, লাকসামবার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদ, সময়ের দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক ফারুক আল সারাহ, সাপ্তাহিক লাকসাম পত্রিকার নির্বাহী সম্পাদক নূর উদ্দিন জালাল আজাদ, আমাদের অধিকার পত্রিকার সম্পাদক কামাল উদ্দিন, দৈনিক যুগান্তর লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি এম.এ মান্নান, সাংবাদিক আবদুর রহিম, আরিফুর রহমান স্বপন, মিজানুর রশিদ, সাংবাদিক চন্দন সাহা, মোজাম্মেল হক আলম, তমিজ উদ্দিন চুন্নু, সেলিম চৌধুরী হীরা প্রমুখ।

Share This