রবিবার, ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ই ফেব্রæয়ারি

খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ  গঠন শুনানি ১৪ই ফেব্রæয়ারি
৫৩৭ Views

            ষ্টাফ রিপোর্টার\ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাসহ ১১টি মামলার অভিযোগ গঠনের শুনানি হবে আগামী ১৪ই ফেব্রæয়ারি। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান গত রবিবার শুনানি মুলতবি করে নতুন তারিখ ধার্য করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি স্থগিত করা হয়। মামলাগুলোর মধ্যে ১০টি ২০১৫ সালের প্রথম তিন মাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়েছিল। অপরটি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের শহীদদের সম্পর্কে রাষ্ট্রদ্রোহী মন্তব্য করার অভিযোগে ঢাকার একটি আদালতে দায়ের করা হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আরও তিনটি দুর্নীতি মামলা- গ্যাটকো, নাইকো এবং বড়পুকুরিয়া কয়লাখনি এখন ঢাকার অন্য তিনটি বিশেষ আদালতে বিচারাধীন। এছাড়া দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আরও দু’টি মামলা বিচারাধীন। সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া এখন অসুস্থ এবং গুলশানের বাসায় চিকিৎসাধীন রয়েছেন। সুত্র: মানব জমিন

Share This