মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ইভটিজিংয়ে বাধা দেয়ায় নাঙ্গলকোটে স্কুলছাত্রীর মাকে পিটিয়ে জখম

ইভটিজিংয়ে বাধা দেয়ায় নাঙ্গলকোটে  স্কুলছাত্রীর মাকে পিটিয়ে জখম
৪৫২ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ইভটিজিংয়ে বাধা দেওয়ায় ওই ছাত্রীর মাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে রিফাত হোসেন (২১) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ছাত্রীর মা। এর আগে গত ১৭ই এপ্রিল উপজেলার হেসাখাল ইউপির উরুকচাইল রাজামিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

            থানায় লিখিত অভিযোগে অভিযুক্ত করা হয়েছে রিফাত ও রিফাতের বড় ভাই হাসান (২৫), একই গ্রামের রাজামিয়ার ছেলে ফরিদ (৩৭) ও নুরুল হককে। অভিযোগ সূত্রে জানা যায়, উরুকচাউল গ্রামের নুরুল হকের ছেলে রিফাত ওই স্কুলছাত্রীকে দীর্ঘদিন যাবত ইভটিজিং ও বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছে। বিষয়টি ছাত্রীর মা জানতে পেরে প্রতিবাদ করায় ওই দিন বিকালে রিফাত ও তার সঙ্গীরা স্কুলছাত্রীর বাড়িতে এসে তাদের ওপর হামলা, বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছাত্রীর মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অভিযোগের বিষয়ে রিফাতের বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি।

Share This

COMMENTS