শুক্রবার, ১লা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে  নিবার্হী কর্মকর্তা সুরাইয়া আক্তারের যোগদান

নাঙ্গলকোটে  নিবার্হী কর্মকর্তা  সুরাইয়া আক্তারের যোগদান
৪৯৬ Views

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটে নতুন নিবার্হী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী যোগদান করেছেন। তিনি ৩৪তম বিসিএস কর্মকর্তা হিসেবে প্রথমে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে, পরে সহকারী কমিশনার (ভূমি) ময়মনসিংহ জেলা সদরে, সেখান থেকে জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে ও পরবর্তীতে প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে এনজিও বিষয়ক ব্যুরো অফিসে কর্মরত ছিলেন। সেখান থেকে পদোন্নতি পেয়ে চট্টগ্রামের হাতিয়া উপজেলায় নিবার্হী কর্মকর্তা হিসেবে এবং গত ২৪শে এপ্রিল বুধবার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। সুরাইয়া আক্তার লাকী’র গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার সদর উপজেলায়।

নবাগত নিবার্হী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী প্রশাসনিক দায়িত্ব-কর্তব্য পালনের জন্য সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

Share This

COMMENTS