মনোহরগঞ্জে ৩০ দিনব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার মনোহরগঞ্জে ৩০ দিনব্যাপী গ্রাম পুলিশদের বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী উপলক্ষে পুরষ্কার বিতরণ ও মেস রজনী গত বুধবার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এনআইএলজি ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন এনআইএলজির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মনোজ কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপপরিচালক এস.এম গোলাম কিবরিয়া। এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, এনআইএলজির সহকারি পরিচালক মনিকা মিত্র। কোর্স সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার। কোর্সে অংশগ্রহণকারী ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের সনদ প্রদান এবং ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের ক্রেষ্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।