শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে অটোরিকশাচালক হত্যাকারীদের ফাঁসির দাবি

নাঙ্গলকোটে অটোরিকশাচালক হত্যাকারীদের ফাঁসির দাবি

            নিজস্ব প্রতিনিধি\ কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের চাঁন্দগড়া গ্রামের আলী আকবরের ছেলে দরিদ্র অটোরিকশাচালক আবু হানিফকে (২৪) হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রোববার সকালে নাঙ্গলকোট-ঢালুয়া সড়কের মিয়াবাজার নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য ছালেহ আহম্মদ, হাজী আবুল কাশেম চাঁনমিয়া সরকার, আব্দুর রশিদ, মহিন খাঁন, শাহ আলম, কামাল হোসেন, আবদুল মেতালেব, আবদুর রশিদ, মো. বেলাল প্রমুখ। বক্তারা দরিদ্র অটোচালক আবু হানিফ হত্যার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান।

            উল্লেখ্য, গত ২৫শে মে সকালে নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের হাসানপুর গ্রামের আবদুল গফুরের ছেলে সুমন মুঠোফোনে ভাড়ার কথা বলে আবু হানিফকে বাড়ি থেকে ডেকে নেন। ওইদিন বিকালে লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মালেক মেম্বারের বাড়ি থেকে আবু হানিফের গলাকাটা লাশ উদ্ধার করে লাকসাম থানা পুলিশ। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় মুঠোফোনের কল লিস্টের সূত্র ধরে অভিযান চালিয়ে নাঙ্গলকোটের হাসানপুর গ্রামের আবদুল গফুরের ছেলে সুমনকে আটক করে। সুমনের স্বীকারোক্তি অনুযায়ী ২৫শে মে রাতে ঘাতক মনির হোসেনকেও আটক করে পুলিশ। মনির লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের ঠেঙ্গারপাড় গ্রামের আবদুল মতিনের ছেলে।

            সে তার নানার বাড়ি লাকসামের গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মালেক মেম্বারের ওই বাড়িতে বসবাস করতেন। এ ঘটনায় আবু হানিফের স্ত্রী শারমিন আক্তার মনিরসহ তিনজনকে আসামি করে লাকসাম থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Share This

COMMENTS