বুধবার, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভাগ্যক্রমে ২ দিনের ছুটি নিতে পারলেই ঈদে ৯ দিনের ছুটি!

ভাগ্যক্রমে ২ দিনের ছুটি নিতে  পারলেই ঈদে ৯ দিনের ছুটি!
১২৪ Views

            ষ্টাফ রিপোর্টার\ আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা কেউ কেউ এবার লম্বা ছুটিও পেতে পারেন। ঈদে শুধু ২ দিন ছুটি নিতে পারলেই তারা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

            জিলহজ মাসের চাঁদ দেখার ওপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়ে থাকে। তদানুযায়ী গত বৃহস্পতিবার সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৬ই জুন।

            অন্যদিকে, গত শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসেন জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৭ই জুন সোমবার বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

            বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের পরদিন কুরবানির ঈদ পালন করা হয়ে থাকে। এ হিসেবেও আগামী ১৭ই জুন  বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এমন হিসেব ধরে নিয়েই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

            ক্যালেন্ডার বলছে, ‘১৯ ও ২০ জুন’ ঐচ্ছিক ছুটি নিতে পারলে- তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। ফলে ২১ ও ২২শে জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

            সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কুরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ই জুন থেকে। যা চলবে ১৮ই জুন পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ই জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ই জুন ছুটি নিতে পারেন তবে তারা ২১ ও ২২শে জুনসহ ঈদে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

            জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন।

Share This

COMMENTS