শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনা ভিসার মাধ্যমে ‘প্রত্যাশার  চেয়ে বেশি দিন’ ভারতে থাকতে পারেন

শেখ হাসিনা ভিসার মাধ্যমে ‘প্রত্যাশার চেয়ে বেশি দিন’ ভারতে থাকতে পারেন

            ষ্টাফ রিপোর্টার\ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্রত্যাশার চেয়ে বেশি দিন’ ভারতে থাকতে পারেন। তবে রাজনৈতিক আশ্রয় বা শরণার্থী ক্যাটাগরিতে নয়; তাকে ভিসার মাধ্যমে থাকতে হবে।

            গত শুক্রবার (৯ই আগস্ট) ভারত সরকারের শীর্ষ সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিউজ-১৮।

সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, কোনো দেশেই শেখ হাসিনার নিরাপদে চলে যাওয়া এখন কার্যকর হচ্ছে না। ভারতেও আশ্রয় বা শরণার্থী আইন নেই।

            প্রতিবেদনে আরো বলা হয়েছে, আশ্রয় ও শরণার্থী আইন বিশ্বব্যাপী সমস্যা তৈরি করছে। শরণার্থী ও আশ্রয়ের মর্যাদা দিলে তারা অধিকার দাবি করে এবং আদালতে যায়। এতে আরও সমস্যা তৈরি হয়।

            নিউজ-১৮ এর প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় পাওয়ার চেষ্টা চালিয়েছিলেন, তবে, যুক্তরাজ্য এ ব্যাপারে কোনো ইতিবাচক সাড়া দেয়নি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রও তার ভিসা বাতিল করেছে। শেখ হাসিনাকে আশ্রয় না দিতে যুক্তরাজ্যের উপরও ইউরোপের অন্যান্য দেশগুলো চাপ দিচ্ছে। তবে, ভারত সরকার শেখ হাসিনাকে বলেছে, যতদিন পর্যন্ত তিনি ভবিষ্যত পরিকল্পনা ঠিক না করছেন- ততদিন পর্যন্ত তিনি ভারতেই অবস্থান করতে পারবেন। সুত্র: ইত্তেফাক

Share This