রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে সাপের ছোবলে যুবকের মৃত্যু

১০৮ Views

নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিলে সাপের ছোবলে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার রাতে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম মো. মজিবুল হক। তিনি মোহাম্মদপুর গ্রামের মো. ফরহাদ হোসেনের (২৬) ছেলে।
মৃতের বাবা ফরহাদ হোসেন বলেন, ‘আমার ছেলে রোববার রাতে দেশীয় ট্যাঠা দিয়ে মাছ ধরতে বাড়ির পাশে খালে যায়। এ সময় বিষধর সাপ ছোবল দেয়।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, রোববার রাতে সাপে কাটা ওই যুবককে জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

Share This

COMMENTS