
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই: প্রেস সচিব

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বর ঘোষিত হতে যাওয়া জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। এটি সম্পূর্ণ একটি বেসরকারি উদ্যোগ হিসেবে সরকার এটিকে দেখছে।
আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, “এটি একটি প্রাইভেট ইনিশিয়েটিভ, এবং সরকার এর সঙ্গে কোনোভাবে জড়িত নয়। যারা এটিকে সমর্থন দিচ্ছেন, তারা বেসরকারি উদ্যোগকেই সমর্থন করছেন।”
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের ঘোষণাপত্র প্রকাশিত হবে। আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা চাই, মুজিববাদী সংবিধানকে কবরস্থ ঘোষণা করা হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে।”
জাতীয় নাগরিক কমিটির সংগঠক সারজিস আলম জানান, ঘোষণাপত্রের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে এটি চূড়ান্ত করা হচ্ছে।