সোমবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এইচএসসি পরীক্ষার ফরম পূরণে বাড়লো সময়

এইচএসসি পরীক্ষার ফরম  পূরণে বাড়লো সময়
১৭৫ Views

            ষ্টাফ রিপোর্টার\ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ানোর সিন্ধান্ত নেয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১৩ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত ফরম পূরণ এবং ২২শে এপ্রিল পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ফরম পূরণ করতে পারেননি, তাদের জন্য বিশেষ বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

            গত বুধবার (৯ই এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

            এতে বলা হয়, আগামী ১৩ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা বিলম্ব ফি দিয়ে এইচএসসির ফরম পূরণ করতে পারবেন। সোনালী সেবার মাধ্যমে ২২ এপ্রিলের মধ্যে তাদের ফি পরিশোধ করতে হবে।

            উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণ শেষ করবে। প্রতিষ্ঠানপ্রধান বিষয়টি নিশ্চিত করবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Share This

COMMENTS