বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

সমাজের একটি অংশ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে বঞ্চিত হচ্ছে: কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ

সমাজের একটি অংশ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে  বঞ্চিত হচ্ছে: কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ
Views

            ষ্টাফ রিপোর্টার\ কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান বলেছেন, সমাজের একটি অংশ ন্যায় বিচারে প্রবেশাধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে। তাই দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রণয়ন করা হয়। আর্থিকভাবে অসচ্ছল বিচার প্রার্থীদের সহায়তায় রাষ্ট্র ও বিচার বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

            গত সোমবার (২৮শে এপ্রিল) সকালে জাতীয় আইনগত দিবস উপলক্ষে আদালত প্রাঙ্গনে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

            ‘দ্ব›েদ্ব কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই’- এ প্রতিপাদকে সামনে রেখে দিবসটি পালনের লক্ষ্যে আলোচনা অনুষ্ঠানের আগে আদালত প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।

            আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ আরো বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে দুঃস্থ বিচার প্রার্থীরা যাতে সঠিকভাবে সরকারি খরচে আইনি সেবা পেতে পারে এজন্য আমাদের সকলকে স্ব স্ব অবস্থান থেকে মানবিক মূল্যবোধ দিয়ে এগিয়ে আসতে হবে।

            তিনি বলেন, দেশের সব জেলায় লিগ্যাল এইড অফিস প্রতিষ্ঠা করা হয়েছে। লিগ্যাল এইড অফিসকে আরও কার্যকর, গতিশীল ও সেবা বান্ধব করার জন্য লিগ্যাল এইড অফিসারের পদ সৃষ্টি করা হয়েছে এবং একজন সহকারী জজ পদমর্যাদার বিচারককে ওই পদে পদায়ন করা হয়েছে।

সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র বান্ধব, সমতা ভিত্তিক ও সহযোগিতামূলক একটি দক্ষ কার্যকর এবং আধুনিক লিগ্যাল এইড সার্ভিস প্রতিষ্ঠা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

            সিনিয়র সহকারী জজ মনিকা খান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) নাজমুল হক শ্যামল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সহিদ উল্লাহ, জেলা পিপি এডভোকেট মো. কাইমুল হক রিংকু, জেলা জিপি এডভোকেট মো. তারেক আব্দুল্লাহ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান।

            অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার এফ এম শেফায়েত ছালাম সংস্থাটির কার্যক্রম তুলে ধরে বলেন, কুমিল্লা জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে গেলো বছরের মে মাস হতে চলতি বছর এপ্রিল পর্যন্ত বিচারপ্রার্থী ৫৯৯ জন নারী ও ৬৯ জন পুরুষ পরামর্শ গ্রহণ করেছেন এবং ৩১৭টি বিরোধ বিকল্প বিরোধ পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ৪১ লাখ ৭৮ হাজার ৩৫০ টাকা আদায় করা হয়েছে। এছাড়াও ৭১৯টি মামলা সরকারি খরচে পরিচালনার জন্য আবেদন গ্রহণ করে প্যানেল আইনজীবী নিযুক্ত করা হয়েছে।

            অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লার বিশেষ জজ আদালতের স্পেশাল জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ মহসিনুল হক, জননিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সাইফুর রহমান, শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) হাবিবুর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সরওয়ার আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবরিনা নার্গিস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাব্বির মাহমুদ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোছাঃ ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি এডভোকেট বদিউল আলম সুজন প্রমুখ।

            অনুষ্ঠানে এডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদ ও এডভোকেট ফাহমিদা সুলতানা শিউলিকে লিগ্যাল এইডের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

Share This

COMMENTS