মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে লালমাইয়ে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে লালমাইয়ে বিক্ষোভ মিছিল
২২৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও গণহত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রæত বিচারের দাবিতে কুমিল্লার লালমাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

            গত বৃহস্পতিবার (৬ই ফেব্রæয়ারি) বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই উপজেলার বাগমারা বাজারে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। বাগমারা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নিউ মার্কেটে গিয়ে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগকে নিষিদ্ধ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের বিচারের দাবিসহ ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন ¯েø­াগান দেয়।

            মিছিল শেষে বাগমারা নিউ মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান, কবির হোসেন, ফয়সাল আহমেদ, জাহিদুল ইসলাম ও সদস্য আবদুল্লাহ আল ইমন প্রমুখ।

            চাঁদাবাজ ও টেন্ডারবাজদের হুঁশিয়ারি করে ছাত্রনেতা কবির আহমেদ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পাশাপাশি এখন আরেকটি দল এসেছে, যারা লুটপাট, চাঁদাবাজি ও মানুষের ওপর জুলুম নির্যাতন শুরু করেছে। আমরা চাই না বাসস্ট্যান্ড, অটোস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডে আর চাঁদাবাজি হোক। আমরা চাই জনগণ, কর্মচারী, কৃষক, পরিবহনচালক সবাই শান্তিতে এদেশে থাকবে। কাউকে চাঁদা দিতে হবে না। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’

Share This