শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদের পর থেকে অফিসের সময়সূচি: সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

ঈদের পর থেকে অফিসের সময়সূচি:  সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
১৮০ Views

আবার স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি। ঈদের পর থেকে এসব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত থাকবে নামাজের বিরতি।

৩রা জুন, সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এতথ্য জানিয়েছেন। তিনি জানান, এই নতুন সময়সূচি কার্যকর হবে ঈদুল আজহার ছুটির পর প্রথম রবিবার থেকে। উল্লেখ থাকে যে, এর আগে ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সেসময় এমন সিদ্ধান্ত নেয় সরকার।

তখন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছিল।

Share This