শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

চাটখিলে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

চাটখিলে মাদরাসা থেকে  ছাত্রের মরদেহ উদ্ধার
৪৪৭ Views

            নিজস্ব প্রতিনিধি\ নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট কাওমিয়া ফাজিল মাদরাসা থেকে ফিরোজ কবির (২৩) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সে দিনাজপুর জেলার নবাবগঞ্জের বাদুরিয়া গ্রামের আহমদুল হাছানের ছেলে এবং একই মাদরাসার একাদশ শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বুধবার দিবাগত রাতে সে মাদরাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

            জানা গেছে, পুলিশ মরদেহ উদ্ধার করতে এসে মৃত ফিরোজের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলে। কিছুদিন আগে সে বিয়ে করেছে। তার স্ত্রী তাকে চাটখিলে নিয়ে আসার জন্য চাপ সৃষ্টি করে। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক চাপ ও মানসিক হতাশা থেকে ফিরোজ আত্মহত্যা করেছে।

            চাটখিল থানার ওসি মো. এমদাদুল হক বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে।

Share This